Home » জাতীয় » যশোর বেনাপোল সড়কে চালু করা হয়েছে গণপরিবহন

যশোর বেনাপোল সড়কে চালু করা হয়েছে গণপরিবহন

বেনাপোল প্রতিনিধি :
করোনার দ্বিতীয় ঢেউয়ে বৃহস্পতিবার সকাল থেকে জেলা শহর থেকে যশোর বেনাপোল সড়কে চালু করা হয়েছে গণরিবহন। তবে শ্রমিক ও যাত্রী সাধারণের নেই সামাজিক দূরত্ব। মাস্ক বিহীন উঠা নামা করছে যাত্রী ও পরিবহন শ্রমিকরা,ভাড়া দিগুণ হলেও নেই সামাজিক দূরত্ব । এক ছিটে পাশাপাশি যাত্রীরা বসছেন মাস্ক বিহীন।ফলে বাড়ছে করোনা ঝুঁকি।
সরকারি নির্দেশনা অমান্য করে পরিবহন কাউন্টার গুলোর একই চিত্র,মাস্ক বিহীন বসে আছেন অনায়াসে,একই পরিস্থিতি সাধারণ শ্রমিকদের বেলাও,তারাও সামাজিক দূরত্ব বজায় না রেখে করছেন আসা যাওয়া, মিডিয়ার ক্যামেরা দেখেই পকেট থেকে বের করছেন মাস্ক। শ্রমিকরা ছিটাচ্ছেন জীবাণুনাশক।শ্রমিক ইউনিয়নের কাউন্টারে মাস্ক বিহিন শ্রমিকদের অবাধ বিচরণ।সকালে পরিবহন কাউন্টার ও বাসস্ট্যান্ডে সংবাদ সংগ্রহ কালে একই দৃশ্য পরিলক্ষিত হয়েছে।
তবে সুরক্ষা মেনেই যাত্রী তোলা হচ্ছে মানা হচ্ছে সামাজিক দূরত্ব। সবাইকে ম্যাক্স পড়ে গাড়িতে উঠার আহব্বান জানাচ্ছেন তারা ।

0 Shares