Home » সারাদেশ » রংপুর বিভাগের ১৯টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে ‘হার’ পাওয়ার প্রকল্প

রংপুর বিভাগের ১৯টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে ‘হার’ পাওয়ার প্রকল্প

রংপুর :
প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ২০২২ সালের জুলাই
মাসে ‘হার পাওয়ার প্রকল্প’ চালু করে। রংপুর বিভাগের সাত জেলার ১৯টি উপজেলায়
বাস্তবায়িত হচ্ছে ‘হার’ পাওয়ার প্রকল্প। পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী,
গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সদর উপজেলাসহ তিনটি করে উপজেলায়
এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় এই প্রকল্পের কার্যক্রম চলমান।
এই প্রকল্পের আওতায় ছয়টি কোর্স পরিচালিত হচ্ছে। কোসর্সমূহ হচ্ছে:
ওমেন কল সেন্টার এজেন্ট, ওমেন ই-কমার্স প্রোফেশনাল, ওমেন আইটি সার্ভিস
প্রোভাইডার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং। এসব
কোর্সে অংশগ্রহণকারীদের পাঁচ মাসের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে
উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের নিয়ে এক মাসের মেন্টরশিপ প্রোগ্রাম আয়োজন করা
হয়। এছাড়া ‘হার’ পাওয়ার প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের একটি করে
ল্যাপটপ প্রদান করা হচ্ছে।
১৮-৪০ বছর বয়সি ন্যূনতম এসএসসি পাস নারীরা এসব কোর্সে অংশগ্রহণ
করতে পারবেন। প্রশিক্ষণার্থী বাছাইয়ে সুবিধাবঞ্চিত, অনগ্রসর, দরিদ্র ও বিশেষ
চাহিদাসম্পন্ন নারীদের অগ্রাধিকার প্রদান করা হয়।
উল্লেখ্য, দেশের ৪৪টি জেলার ১৩০টি উপজেলায় হার পাওয়ার প্রকল্প
বাস্তবায়িত হচ্ছে। ২০২৫ সালের জুন মাসে এ প্রকল্পের মেয়াদ শেষ হবে।-ত.বি.

0 Shares