Home » সারাদেশ » সারাদেশের ন্যায় দিনাজপুরে একযোগে খাদ্যবান্ধব এবং ওএমএস কর্মসূচি উদ্বোধন

সারাদেশের ন্যায় দিনাজপুরে একযোগে খাদ্যবান্ধব এবং ওএমএস কর্মসূচি উদ্বোধন

 

মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর : সারাদেশের ন্যায় পহেলা সেপ্টেম্বর একযোগে খাদ্যবান্ধব এবং ওএমএস কর্মসূচি দিনাজপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে শুরুর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। উক্ত অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুইদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ, তদারকি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান পারভেজ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সানোয়ার আহমেদ সহ ডিলার গৌর চন্দ্র শীল। অফিস সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় পহেলা সেপ্টেম্বর দিনাজপুর সদর সহ ১৩ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় খোলাবাজারে ২৪২ জন ডিলারের মাধ্যমে চাল বিক্রয় শুরু হয়েছে । তারা প্রতিদিন ২টন করে চাল বিক্রি করবেন। আগে একজন ডিলার এক টন করে চাল পেতেন। এবার প্রত্যেক ডিলার প্রতিদিন ২ টন করে চাল বিক্রয় করবেন। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দিনাজপুর সদর সহ ১৩ উপজেলায় ১ লক্ষ ১৮ হাজার ৭৯৩ জন উপকারভোগী পরিবারকে কার্ড দেয়া হয়েছে। ডিলারদের মাধ্যমে এসব ভোক্তা ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল পাবেন। খাদ্যবান্ধব কর্মসূচি সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ থেকে এপ্রিল পর্যন্ত বছরে ৫ মাস হয়। দিনাজপুর জেলায় খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী পরিবার যখন উপকৃত হবে। তখন তাদের আর বাজার থেকে চাল কেনা লাগবে না। খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি ওএমএস কর্মসূচিতে চাল যে কেউ প্রতি কেজি ৩০ টাকা দরে একজন ৫ কেজি পর্যন্ত কিনতে পারবে। ওএমএস কর্মসূচি দিনাজপুর সদরসহ ১৩ উপজেলা এলাকায় দিনের মোট বিক্রয় ৯৬ মে,টন। খাদ্যবান্ধব এবং ওএমএস কর্মসূচি একসঙ্গে চালু থাকার ফলে দেশের প্রতিটি জেলায় হাট-বাজারে চালের মূল্য স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছে। সদরে পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে হাট-বাজার সমূহে চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারি ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

0 Shares