Home » সারাদেশ » সুন্দরবনের চোরাকারবারীদের হামলায় ৩ বনরক্ষী আহত, রাইফেল ভাংচুর, গুলি ছিনতাই

সুন্দরবনের চোরাকারবারীদের হামলায় ৩ বনরক্ষী আহত, রাইফেল ভাংচুর, গুলি ছিনতাই

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : পূর্ব সুন্দরবন বিভাগের চাইপাই রেঞ্চের আওতাধীন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা স্টেশন সন্নিকটে বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের চোরাকারবারীদের হামলায় ৩ বনরক্ষী আহত হয়েছে। চোরাকারবারীরা বনরক্ষীদের ব্যবহ্নত একটি চাইনিজ রাইফেল ভাংচুর করে ৬ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়ায় ঘটনা ঘটেছে। আহত বনরক্ষী মাসুদ রানা (২২) , শান্ত শেখ (২৩) ও জাহিদুর রহমানকে পার্শ্ববর্তী মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জিউধরা স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, হরিণ শিকার করে গোস্ত সংরক্ষণ করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে ভোর ৫ টার দিকে তার নেতৃত্বে কয়েকজন বনরক্ষী অভিযানে নামে । এসময় হরিণ শিকারীরা তাদের অবস্থান টের পেয়ে জিউধরা ইউনিয়নের দেলোয়ার হাওলাদারের ছেলে মুন্না (২৭) দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বনরক্ষীরা তাকে তাড়া করে । এখবর পেয়ে মুন্নার সহযোগীরা বনরক্ষীদের উপর হামলা চালায় । তাদের হামলায় ৩ বনরক্ষী আহত হয়। চোরাকারবারীরা তাদের একটি রাইফেল ভাংচুর করে । গুলি ছিনিয়ে নেয়।
পূর্ব সুন্দরবন বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা এনামুল হক ঘটনায় স্বীকার করে বলেন , এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

0 Shares