Home » জাতীয় » “সুন্দরী” এর মঞ্চায়ন, সম্পন্ন হল এসডিজি ইউথ সামিট ২০২২

“সুন্দরী” এর মঞ্চায়ন, সম্পন্ন হল এসডিজি ইউথ সামিট ২০২২

 

Leaving No Youth Behind: Decade of Action এই প্রতিপাদ্য-কে সামনে রেখে ২৩-২৪জুলাই, ২০২২ কক্সবাজারের হোটেল লং বীচ -এ অনুষ্ঠিত হয়ে গেল ‘এসডিজি ইউথ সামিট ২০২২’। মূলত ইউথদের স্কিল ডেভেলপ এবং এসডিজি বাস্তবায়নের জন্য এই সামিটের আয়োজন করে জিএলটিএস সহ আরো ৮টি সংস্থা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ডেলিগেট এবং স্পিকার অংশগ্রণ করেন।

২৩জুলাই, শনিবার ২০২২ সকালে নান্দনিক উদ্বোধনী আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।

রাত ৮.০০ টা থেকে কালচারাল গালানাইট অনুষ্ঠিত হয় যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ডেলিগেটগণ অংশগ্রণ করেন। এছাড়া জিএলটিএস প্রফেশনাল থিয়েটার-এর প্রযোজনায় “‘সুন্দরী”‘ মঞ্চনাটক মঞ্চায়ন করা হয়।
নাটকটির প্রতিপাদ্য বিষয় ছিল “সবুজ শক্তি, সবুজে মুক্তি।”
নাটকটিতে গাছকে সবুজের প্রতীক হিসেবে দেখানো হয়। গাছের সাথে যে আমাদের প্রাণীকুলের চিরপ্রেম ও বন্ধুত্ব তা বোঝানো হয়েছে। এছাড়া গাছটি কেটে ফেলার পর চাঁদ নামের মেয়েটির মৃত্যু দিয়ে বোঝানো হয়েছে পৃথিবী থেকে যদি সব গাছ কেটে ফেলা হয় তবে অক্সিজেনের অভাবে প্রাণীকূলের মৃত্যু হবে।
তাই আমাদের সবার উচিৎ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গাছ রোপণ করা।
মাত্র ২৫ মিনিটে “সুন্দরী” এর রচয়িতা ও নির্দেশক শাহিন রিজভি খুব সুন্দর ম্যাসেজ দেবার চেষ্টা করছেন সবার উদ্দেশ্যে।
“সুন্দরী” এর কলাকৌশলী যারা ছিলেন এরা সকলেই বাংলাদেশের থিয়েটার অঙ্গনের অভিজ্ঞ অভিনেতা।
১.মোঃ ফারুক মাহমুদ দীপু,
২.বিজন কুমার সরকার,
৩.মোঃ শরিফুল আলম সাগর, ৪. এস. এম. নাজনীন মোনালিসা. ৫.মোঃ মাসুদ, ৬.শেলি আক্তার, ৭.ফারজানা রনী।
“সুন্দরী” দর্শক নন্দিত প্রযোজনা এবং উপস্থিত ৩০০ এর অধিক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ডেলিগেট এবং অতিথি আনন্দ নিয়ে উপোভোগ করেছেন এবং শো শেষে সকলেই প্রশংসা করেছন।
এরপর ছিলো ফটোসেশান, যেখানে সকলেই গ্লোবাল ল থিংকস সোসাইটি এর পরবর্তী আয়োজন গার্ডিয়ান অব দ্যা আর্থ ( জি-আর্থ) এর বিশেষ সাইন ব্যবহার করেন।

কালচারাল গালা নাইট অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন জিএলটিএস টিভি ডিরেক্টর এস. এম. নাজনীন মোনালিসা, জিএলটিএস কালচারাল ক্লাবের কোঅরডিনেটর জয়ীতা ত্রয়ী এবং সৈয়দ নাজীম মোশারফ ইমন।
সকলের সহযোগিতায় আনন্দদায়ক একটি মুহূর্ত উপহার দেয়া সম্ভব হয়েছে।
খুব সুন্দর ভাবে কালচারাল নাইটটি সম্পন্ন করার জন্য পুরো টিম সকলের প্রশংসা অর্জন করেছে।

এছাড়া ২৪ তারিখ সকালে জিএলটিএস দ্বারা একটি রেলি আয়োজন করা হয় কক্সবাজার সুগন্ধা পয়েন্টে।
“সবুজ যুদ্ধ, সবুজে মুক্তি” এই প্রতিপাদ্য বিষয় টি কে কেন্দ্র করে রেলি আয়োজন করা হয়।

সামিট সঞ্চালনা করেন, মোঃ মাহির দাইয়ান ডেপুটি ডাইরেক্টর গ্লোবাল ল থিংকার্স সোসাইটি।

এসডিজি ইউথ সামিটে এসডিজি লক্ষমাত্রা অর্জনে গ্লোবাল ল থিংকার্স সোসাইটি কর্তৃক প্রস্তাবিত সুপারিশ সমূহ
১) তরুণদের দক্ষতা বৃদ্ধিতে জাতীয় ও আন্তর্জাতিক সুযোগের সৃষ্টি করতে হবে।
২) জলবায়ু পরিবর্তন জনিত দুর্বলতা এবং জলবায়ু বিচার বাস্তবায়ন করা।
৩) অনতি বিলম্বে যে কোনো ধরণের নদী ও জলাশয়ের দখন ও বন উজার বন্ধ করার পদক্ষেপ গ্রহণ।
৪) নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।
৫) তরুণদের দক্ষতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে বাস্তবিক প্রশিক্ষণের ব্যবস্থা করা।
৬) সবুজ অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি করা।

৭) জলবায়ু অভিবাসন এবং অনিচ্ছাকৃত স্থানচ্যুতি হ্রাস করা
৮)শান্তি প্রতিষ্ঠার জন্য যুবকদের নিযুক্ত করা

এসডিজি গোল অর্জনে জিএলটিএস সর্বদা অঙ্গীকারবদ্ধ।

এই ইউথ সামিট দ্বারা ডেলিগেটস এবং স্পীকারগণ একমত হন যে, এসডিজি গোল’স বাস্তবায়নের বিকল্প নেই এবং সবাই অঙ্গীকার বদ্ধ হয় সবাই নিজ নিজ স্থান থেকে কাজ করবেন পরিবেশের জন্য।

#GLTS #GLTS Professional Theateer #sdg22 #sustainabledevelopmentgoals #youthempowerment #genderequality #qualityeducation #womanempowerment
#climateaction #enterpreneurship #sdgs2030 #globalgoals #-প্রেস বিজ্ঞপ্তি

0 Shares