Home » জীবনধারা » হঠাৎ বরফ ,ঝড়

হঠাৎ বরফ ,ঝড়

 

হঠাৎ মধ্যরাতে এটা কি হল•••!!! বরফ ও কালবেশাখীর ঝড়ে বাফেলো শহর সব যেন লণ্ডভণ্ড করে দিল । শহরে মধ্যরাতে ঘুম থেকে উঠে দেখলাম চারদিকে ধবধবে সাদা। আহারে ! সাজানো গোছানো বাগান বাডি, খেতখামার সব যেন বরফের আচ্ছাদনে ঢেকে পড়েছে । অনেকটা আমাদের দেশের কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবের মত । সব যেন ছিন্নভিন্ন করে ফেলেছে । এসময়ে পুরোদমে সামার । গাছে গাছে অনাবিল ফুল ও পাতার রকমারি বাহার। সকালে সোনাঝডা সোনালী আকাশ। প্রতিদিন সকালে রাগী সূর্যটা আমাদের উৎফুল্ল মনমানসিকতাকে একধাপ এগিয়ে নেই! সব যেন আজ হঠাৎ বরফে ঢেকে গেছে •••••


শহর থেকে ঘণ্টা দুয়েক দূরে । ম্যাসপেত- উইলিয়ামবিলে শত শত একর ভূমিতে আমেরিকান সাদা চামড়ার কৃষকদের উৎপন্নাদি সব ফসল ধূলিসাৎ । আচমকা কালবৈশাখী বরফের আচ্ছাদনে সবটুকুই শেষ । এখানে শত একর ভূমিতে ফসলের চারা রোপনের দৃশ্য না দেখলে বিশ্বাস করা যায় না । মাত্র একশ একর জমিতে ৮/১০ জন কৃষকই যথেষ্ট। উন্নত প্রযুক্তি মেশিনে ২/৩ ঘণ্টার মধ্যে মাটি খনন, আইড় , বীজ বপন , ২০ মিনিটের মধ্যে হেলিকপ্টারে পানি প্রদান । তারপর সপ্তাহ দশদিনের মধ্যে চারা গজানো , শরু হয় চারার উপর কৃষকের কর্মযজ্ঞ। বড় জোড় ৩/৪ মাসের মধ্যে ফসল উৎপাদন বাজারজাতকরণ করণ এমনকী গুদামজাত করণ প্রক্রিয়া শুরু হয় । কিন্তু কাল রাতে হঠাৎ বরফ বৃষ্টির কারণে সব উদ্যোগ ভেস্তে গেছে । আসলে প্রকৃতি যে বিরুপ আচরণ করছে তা গতকালের দৃশ্যই জানান দে••••!!!

 


(Syeed Mahamud Taslim- এর ফেসবুক থেকে)

0 Shares