Home » জাতীয় » ৪ দিনেও ভোলায় মাথাবিহীন আগুনে পোড়া দুই যুবকের লাশের পরিচয় মেলেনি

৪ দিনেও ভোলায় মাথাবিহীন আগুনে পোড়া দুই যুবকের লাশের পরিচয় মেলেনি

কামরুজ্জামান শাহীন, ভোলা :
ভোলার চরফ্যাসন উপজেলার আছলামপুর ইউনিয়নর ৭ নং ওয়ার্ডের ভূইয়াগো পরিত্যক্ত বাগানে পাওয়া মাথাবিহীন আগুনে পোড়া অজ্ঞাত দুই যুবকের লাশের পরিচয় ৪ দিনেও মেলেনি। এ কারণে এর রহস্য উদঘাটন করা যাচ্ছে না।
নিহতদের মস্তক না থাকায় কেউ লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি। ফলে ময়না তদন্ত শেষে লাশগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে দাফন করানো হয়েছে।
চরফ্যাসন থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, নিহতদের মস্তক না থাকায় কেউ লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি। ফলে ময়না তদন্ত শেষে লাশগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে দাফন করানো হয়েছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছে। কিন্তু লাশের পরিচয় নিশ্চিত না হওয়ায় খুনি সনাক্ত ও হত্যার রহস্য উদঘাটন করা যাচ্ছে না। লাশের পরিচয় জানা গেলে হত্যা রহস্য এবং খুনি সনাক্ত করা সম্ভব হবে। সিআইডির একটি ক্রাইম টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন থানায় এ ঘটনায় ম্যাসেজ পাঠানো হয়েছে।
উল্লেখ্য-গত ৮ এপ্রিল উপজেলার আছলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুন্দরীর খালের উত্তর পাড়ে ভূইয়াগো পরিত্যক্ত বাগানে মাথাবিহীন আগুনে পোড়া দুই যুবকের লাশের খবর পাওয়া যায়। এ খবর শুনে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার(চরফ্যাসন সার্কেল) শেখ সাব্বির হোসেন, আসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং গত ৯ এপ্রিল বরিশাল থেকে সিআইডির একটি ক্রাইম টিম ঘটনাস্থল পরিদর্শন করার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

0 Shares