Home » সাহিত্য » কালের সংলাপ -বজলুর রায়হান

কালের সংলাপ -বজলুর রায়হান

বুকের গহিনে বহিছে তুমুল ঝড়
মনোভূমি জুড়ে হরণের হাহাকার
শোক সন্তাপে জ্বলে হয়েছি পাথর
নীরবে শব্দ শুনি পাঁজর ভাঙার।
সোনালি আকাশে ভাসে অচেনা আঁধার
আলো নিভে গেছে তাই পাখিরা নিথর
তমসা ঢেকেছে কোমল সুখের ঘর
নীরবে শব্দ শুনি পাঁজর ভাঙার!
আমিও মানুষ এই সুন্দর ধরণীর
ভালোবাসা আনন্দে বেঁধেছি সুখের নীড়
ডাক এলে সব কিছু থেমে যাবে তার
নীরবে শব্দ শুনি পাঁজর ভাঙার…

0 Shares